শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

২১ তারিখের সমাবেশটি ছিল সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের, হেফাজতের নয় : মাওলানা আওয়াল

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ২৭ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : হেফাজতে ইসলামকে নিয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশ হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। মূলত ২১ এপ্রিল তারিখের সমাবেশটি ছিল নারায়ণগঞ্জ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে, ইতিপূর্বে উক্ত ব্যানারে আমরা অনেক প্রোগ্রামই বাস্তবায়ন করছি। শিক্ষক শ্যামল কান্তি’র বিরুদ্ধেও একই ব্যানারে সমাবেশ করেছি। সুতরাং এটা হেফাজতের প্রোগ্রাম নয়। ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলছি মূল ঘটনাকে আড়াল করে, একজন ইসলামবিদ্বেষী ব্যক্তিকে বাঁচাবার অপচেষ্টায় কিছু কিছু পত্র-পত্রিকায় সঠিক সংবাদ ছাপা হচ্ছে না। আমাদের লিফলেটে আহ্বান ছিল, দল-মত-নির্বিশেষে আল্লাহ প্রেমিক মুসলমানগণ সমাবেশে যোগদান করে ইমানী আন্দোলনে সামিল হউন। বৃহস্পতিবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদ প্রাঙ্গনে হেফাজত ইসলামির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জেলা শাখা আয়োজিত সম সাময়িক চলমান ঘটনাবলি প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আওয়াল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,  হেফাজত ইসলাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌস, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ভোলাইল ফতুল্লার মদিনা মসজিদের খতিব জনাব কামালউদ্দিন দায়েমী, দেওভোগ মাদরাসা শিক্ষক মুফতি মুসা কাদেরী, আমলাপাড়া বড় মাদ্রাসার সুপার মাওলানা আঃ কাদের, জামতলা দারুল ইসলামি মাদরাসা প্রিন্সিপাল মাওলানা মুফতি আনিস আনসারী। সংবাদ সম্মেলনে জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আওয়াল আরো বলেন,  গত ৭ এপ্রিল চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে রফিউর রাব্বি তার বক্তব্যে বলেন এই দেশের মুক্তিযোদ্ধা’রা যদি জানতেন যে সংবিধান “বিসমিল্লাহির রাহমানির রাহিম” দ্বারা শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার তাহলে ত্রিশ লক্ষ শহীদেও মুক্তিযুদ্ধে কেউ অংশগ্রহণ করত না। সরকার হেফাজতের ২৯টি দাবী মেনে পাঠ্যপুস্তকে যে পরিবর্তন এনেছে, এর দ্বারা দেশে বাবুনগরীদের জন্ম হবে, জন্ম হবে হেফাজতিদের, জন্ম হবে সাম্প্রদায়িকতার। রফিউর রাব্বির এ বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে, যার কারনে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ সময় তিনি উল্লেখিত বিষয়ে সত্য ঘটনাকে আড়াল না করে, প্রকৃতঘটনাটিই গণমাধ্যমকে প্রকাশ করে জনগণকে অবহিত করবেন বলে সাংবাদিকদের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর