শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

টানা বৃষ্টিতে ঘামছে ফ্লোর, ভুমিকম্পের গুজব আতংকে নারায়ণগঞ্জবাসী

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ২৫ এপ্রিল ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) :  গত কয়েক দিন ধরে হয়ে গেলো টানা বৃষ্টি। পথ ঘাট সর্বত্র রয়েছে কর্দমাক্ত। মঙ্গলবার সকালে মেঘের  আড়াল থেকে উঠেছে সূর্য। আর সূর্য উঠার পর থেকেই  দেখা গেছে অনেকের বাড়ির নিচ তলার ফ্লোর থেকে শুরু করে তিন তলার ফ্লোর পর্যন্ত ঘামছে। আর  বিল্ডিং ও আসবাব পত্রের ঘামা নিয়ে সাধারণ জনগনের মধ্যে শুরু হয়েছে আতংক। অনেকে হয়েছেন আতংকিত। কেউ কেউ আবার  ভূমিকম্প মোকাবেলায় জরুরী  কিছু জিনিস পত্র নিজের হাতের কাছে রেখেছেন বলে জানা গেছে। জানা গেছে, নারায়ণগঞ্জের সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন বাসা বাড়ির ফ্লোর ঘামছে সকাল থেকে।  এ ঘটনায় অনেকে  আশংকা  করছেন  ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের। তবে আসলে কি কারণে এমনটি হচ্ছে তা নিয়ে সাধারণ জনগনের মধ্যে  সকাল থেকেই  চলছিল নানা আশংকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়েও অনেকে করছেন নানা ধররেণর মন্তব্য করছেন নানা  আশংকা। সামাজিক যোগাযেগ মাধ্যম ফেইজ বুকে  লুৎফর রহমান কাকন লিখেছেন ‘ চারদিক থেকে একটা নতুন খবর আসছে মানুষের বাড়ির দেয়াল ও ফ্লোর ঘামছে। পানি জমেছে । মানুষের মধ্যে একটা  কৌতুহল সৃষ্টি হয়েছে।  অনেকে বলছে ভূমি কম্পের পূর্বাভাস, আসলে কি তাই ? নাকি আদ্রতা বেড়ে গেছে।’ মিলন দেওয়ান লিখেছেন ‘ ভূমিকম্পের পূর্বাভাস হলে শুধু নিচতলার ফ্লোর ঘামার কথা, কিন্তু দুই তলার বা তার উপরের ফ্লোর বা দেয়ালও ঘামছে, তার মানে আবহাওয়ার কারণেই এমন হচ্ছে। আল্লাহ আমাদের রক্ষা করুন ভূমিকম্প জেনো না হয়।’ রিপন মাহমুদ আকাশ লিখেছেন ‘ আজকে সকাল থেকে  অনেকের বাসার ফ্লোর, গ্রিল বা অন্যান্ন আসবাবপত্র ভিজে যাচ্ছে বা ভিজা ভাব দেখাচ্ছে...। বিজ্ঞান সম্মত ব্যাখা হল, যখন একটানা দুই তিন দিন বৃষ্টি হয়,তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেড়ে যায়।  আবার যখন রোদ উঠে তখন আদ্রতা কমে যায়। সে কারণে বাসার  ফ্লোর, গ্রিল বা আসবাব পত্রে বাতাসের জলীয় বাষ্প জমে।’ আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশংকা করে বলছেন, মাটিতে ইউরেনিয়াম বেড়ে যাওয়ার কারণেই এমনটি হচ্ছে । এনিয়ে গতকাল চায়ের  টেবিল থেকে সর্বত্র  ছিল আলোচনা।
এই বিভাগের আরো খবর