মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

জামপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারে এলাকায় স্বস্তি

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ২৪ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী রুবেলকে কিছুদিন পূর্বে ৭০ পিছ ইয়াবা ও ১০ বোতল বিদেশী বিয়ারসহ গ্রেফতারের পর এলাকায় মাদকাসক্তদের আনাগোনা কমে যাওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় তারা মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী সোনারগাঁ থানা পুলিশ ও এলাকার মাদক বিরোধী যুব সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান, গত ১৭ এপ্রিল সোনারগাঁ থানার এসআই মারুফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালান। এ সময় তিনি স্থানীয় রফিক মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী রুবেলকে তার নিজ বাড়ি থেকে ৭০ পিছ ইয়াবা ও ১০ বোতল বিদেশী বিয়ারসহ গ্রেফতার করেন। তখন মাদক ব্যবসায়ী রুবেলের পক্ষ থেকে পুলিশকে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেয়ার প্রস্তাব দেয়া হলেও এসআই মারুফুর রহমান তাতে কর্ণপাত না করে তাকে থানায় নিয়ে মাদক মামলা রুজু করে পরদিন ১৮ এপ্রিল তাকে আদালতে প্রেরণ করেন। তবে পুলিশের এই সৎ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানালেও মাদক ব্যবসায়ী রুবেলের পক্ষ নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রি মহল উক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে রুবেলের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলে বিষয়টি ঘোলাটে করার চেষ্টা চালান। কিন্তু এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় অবশেষে উক্ত কুচক্রি মহলের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়। এদিকে মাদকের মূলহোতা রুবেল জেল হাজতে থাকায় সম্প্রতি কলতাপাড়া এলাকায় মাদকাসক্তদের আনাগোনা কমে গেছে। এছাড়া গ্রেফতার আতঙ্কে তাদের অনেকেই গা-ঢাকা দেয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। মাদকের বিরুদ্ধে এভাবে সবসময় সোচ্চার থাকার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছে গ্রামবাসী।
এই বিভাগের আরো খবর