শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষা জীবনে লক্ষ্য স্থির থাকলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব : সদর ইউএনও

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৭   আপডেট: ১৩ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : সদর উপজলো নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ বলেছেন, লক্ষ্য স্থির থাকলে জীবনের যে কোন পর্যায়ে পৌঁছানো অসম্ভব কিছু নয়। লক্ষ্য ঠিক রেখে শিক্ষা জীবন এগিয়ে নিতে হবে। তবেই শিক্ষার্থীরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। জীবনে অনেক বড় কিছু করতে হলে প্রত্যেকটা দিন কাজে লাগাতে হবে। ছাত্রছাত্রীদের পাঠ্য পুস্তক থেকে অর্জিত জ্ঞানের পাশাপাশি বাস্তবে প্রয়োগ উপযোগী দক্ষতাও অর্জন করতে হবে। বৃহস্পতিবার সকালে পাঠানটুলি এলাকায় মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও ডিজিটাল হাজিরা সিস্টেম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। সাথে সাথে ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। এ সময় অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী হাত তুলে করতালি দিয়ে তাসনিম জেবিন বিনতে শেখ এর সাথে এক মত পোষণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া অশরাফী, নারায়ণগঞ্জ বার একাডেমীর প্রধান শিক্ষক এস এইচ এম মনিরুজ্জামান সরকার ও মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এই বিভাগের আরো খবর