বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

স্টকহোম হামলা : ঘাতক লরিতে পাওয়া গেল সন্দেহজনক’ যন্ত্র

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৭   আপডেট: ৮ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : স্টকহোমের ডিপার্টমেন্টাল স্টোরে লরি ঢুকিয়ে দেবার ঘটনায় আটককৃত লরিটিতে একটি সন্দেহজনক’ যন্ত্র পাওয়া গেছে বলে জানায় সুইডেনের পুলিশ। জাতীয় পুলিশ কমিশনার বলেন ড্যান এলিয়াসন বলেন, গাড়িটির চালকের আসনের ওপর যন্ত্রটি পাওয়া গেছে। যন্ত্রটি কি কাজে ব্যবহৃত হয় বা এটি কি বোমা বা কোন ধরনের বিস্ফোরক তা বলতে পারেন নি তিনি। তবে তা গাড়িটির অংশ নয়।টককৃত সন্দেহভাজন হামলাকারীর নাম না জানা না গেলেও  জানা যায়, সে ৩৯ বছর বয়স্ক ও উজবেকিস্তানের নাগরিক। জাতীয় নিরাপত্তা অ্যান্ডার্স থর্নবার্গ বলেন, ঐ ব্যক্তি সম্পর্কে গোয়েন্দারা আগে থেকে জানলেও সে কোন তদন্তের আওতায় ছিল না। অন্য দিকে এলিয়াসন জানান, সন্দেহভাজন হামলায় জড়িত, এতে তাদের কোন সন্দেহ নেই। তবে হামলায় সে একা অংশ নাও হতে পারে। সুইডিশ প্রধান মন্ত্রী স্টেফান লফভেন ঘটনাটিকে সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে সীমান্তে কড়া নজরদারির কথা বলেন। পাশাপাশি তিনি আরও বলেন, সুইডেন একটি মুক্ত ও গণতান্ত্রিক দেশ এবং তেমনই থাকবে।  গত শুক্রবার ড্রটনিগাটান (কুইন স্ট্রীট)-এর আহ্লেন্স ডিপার্টমেন্টাল স্টোরে একটা চুরি করা লরি ঢুকিয়ে দেয় সন্দেহভাজন সন্ত্রাসী। এতে ৪ জন নিহত হয়, ১ শিশুসহ আহত হয় ১০ জন। সূত্র : বিবিসি
এই বিভাগের আরো খবর