শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

শামীম ওসমানের নির্দেশে আজমীরি ওসমান ত্বকীকে হত্যা করেছে : রফিউর রাব্বি

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৭   আপডেট: ৮ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেন, শামীম ওসমানের নির্দেশে আজমীরি ওসমান ত্বকীকে হত্যা করেছে। এই হত্যার বিচার না হলে সরকারের ক্ষতি হবে। আজকে দেশে বিচার হচ্ছে রাজনৈতিক প্রয়োজনে। হত্যার বিচার হচ্ছে না। ত্বকী সহ তনু, চঞ্চল সহ দোসরদের যাবতীয় হত্যাকান্ডের বিচার চাই। বিচারহীনতার নামে প্রহসন নিয়ে দুর্বৃত্তদের প্রশ্রয় দিয়ে বারবার ক্ষমতায় টিকে থাকা যাবে না। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দ্রুত অভিযোগপত্র প্রদানের দাবিতে মোম শিখা হাতে নিয়ে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু, গণসংহতি আন্দোলনের মহানগর শাখার সভাপতি অঞ্জন দাস, দুলাল সাহা প্রমুখ। রফিউর রাব্বী আরো বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতিতে এখন রাজনৈতিক ইচ্ছায় বিচার হচ্ছে। আর যেসব বিচার হচ্ছে না সেটাও রাজনৈতিক ইচ্ছা না থাকায়। অবিলম্বে ত্বকী, আশিক, চঞ্চল, মিঠু সহ সকল হত্যাকান্ডের বিচার করবে। জোরপূর্বক বার বার ক্ষমতায় অদিষ্ট হওয়া জনগন মেনে নিবে না। তাই অবিলম্বে সরকার সকল হত্যার বিচার করবে। আশা করি প্রধানমন্ত্রী ত্বকী হত্যার বিচারের নির্দেশ দিবেন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল বলেন, মাসের পর মাস বিচার চেয়েও পাচ্ছি না। এতে করে মানুষ ব্যথিত হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই বিচার হবে। কিন্তু ত্বকী হত্যা সহ সকল হত্যার বিচার না হলে এর মাশুল দিতে হবে। প্রসঙ্গত ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে ত্বকী শহরের শায়েস্তাখান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে ৮ মার্চ সকালে চারারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়। ত্বকী হত্যা মামলার আসামিদের মধ্যে ৮জনই পলাতক। আর ঘটনার সঙ্গে জড়িত সন্ধেহে ৫জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুইজন আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিন্তু এ হত্যাকান্ডের ৪ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত এ মামলার অভিযোগ পত্র দেয়া হয়নি।
এই বিভাগের আরো খবর