শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

রাশিয়ায় অভিযানে বোমার সন্ধান

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ৬ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বোমার সন্ধান পাওয়া গেছে।শহরের একটি ফ্লাটে অভিযান চালিয়ে পাওয়া বোমাটি নিরাপদ অবস্থায় আনতে সক্ষম হয়েছে নিরাপত্তাকর্মীরা।তিন দিন আগে সেন্ট পিটার্সবার্গের মেট্রো ট্রেনে বিস্ফোরণে ১৪ জন নিহতের পর আবাসিক ফ্লাটে এ বোমা পেল রুশ পুলিশ।রাশিয়ার বার্তাসংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফ্লাটে অভিযান চালানোর সময় কয়েকজনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থাটি আরো জানিয়েছে, ফ্লাটের প্রতিবেশীদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনজনকে হাতকড়া পরিয়ে নিয়ে গেছে পুলিশ।এদিকে, মেট্রো ট্রেনে বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন আকবর জালিলভ হামলার সময় নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ২২ বছর বয়সি কিরগিজস্তানের জালিলভের পরিচয় নিশ্চিত করেছেন তার বাবা-মা।অন্যদিকে, বৃহস্পতিবার আটক হওয়া তিনজনের সঙ্গে আকরব জালিলভের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।আটকদের বিষয়ে রুশ কর্তৃপক্ষ কিছু না বললেও পুলিশ এখন নিশ্চিত, মধ্য এশিয়ার কিছু লোকের সঙ্গে জালিলভের যোগাযোগ ছিল।
এই বিভাগের আরো খবর