বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

পাটজাত পণ্য জনপ্রিয় করে তোলার লক্ষ্যে জাতীয় পাট দিবসে র‌্যালী

প্রকাশিত: ৬ মার্চ ২০১৭   আপডেট: ৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস-২০১৭ পালন করেছে জেলা প্রশাসন। পাটজাত পণ্য জনগণের মাঝে জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে এ দিবসটি উদযাপিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারোয়ার হোসেনের সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের ভবনের সামনে থেকে অনুষ্ঠিত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বি মিয়া। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুল মওলানা, নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের কর্মকর্তা ওসমান আলী শেখ, পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক তরিকুল ইসলাম, পরিদর্শক রূহুল আমিন। এছাড়াও করিম জুট মিল ও লতিব বাওয়ালী জুট মিলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর