শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

পাগলা কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাটকা জব্দ

প্রকাশিত: ১ এপ্রিল ২০১৭   আপডেট: ১ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে মালিকবিহীন অবস্থায় ১২’শ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে পাগলা কোস্টগার্ড। গোপন সংবাদের শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ‘এম ভি মাহিন রিফাত-১’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়। পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বিএন এর তত্ত্বাবধানে এম এ হানিফের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। পরে উদ্ধারকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। পরে তিনি ওই জাটকা ২২টি মাদ্রাসা, এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করেন। কোস্ট গার্ড স্টেশান পাগলার  স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। ‘জাটকা নিধন অভিযান-২০১৭” নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।
এই বিভাগের আরো খবর