শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ক্ষমতা হারালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রকাশিত: ১০ মার্চ ২০১৭   আপডেট: ১০ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের পার্লামেন্টের সিদ্ধান্ত শুক্রবার বহাল রেখেছে সে দেশের আদালত। এর ফলে পার্ক হচ্ছেন দেশটির গণতান্ত্রিক ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যাকে আদালতের নির্দেশে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে।অভিশংসিত হওয়ায় পার্ক জিউন হাই প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তির সুযোগও হারাচ্ছেন। ফলে তাকে এখন দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি করা যাবে।দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের এই রায়ের ফলে আগামী মে মাসের মধ্যে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে।ব্যক্তিগত লাভের লক্ষ্যে চোই নামে এক পুরোনো বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারসহ দুর্নীতির অভিযোগে গত বছর বিক্ষোভ করে দক্ষিণ কোরিয়ার জনগণ। এর পরিপ্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে রায় দেন দেশটির পার্লামেন্ট সদস‌্যরা। এরপরই দেশটি প্রধানমন্ত্রী কাছে দায়িত্ব হস্তান্তর করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি।আট সদস্যের বিচারক প্যানেল তাদের রায়ে বলেছে, দপ্তরের গোপনীয়তা রক্ষার শপথ ভঙ্গ করে পার্ক অনেক নথিপত্র ফাঁস করেছেন। একইসঙ্গে তিনি তার বান্ধবী চোইকে রাষ্ট্রীয় কাজে  হস্তক্ষেপের সুযোগ দিয়ে আইন ভঙ্গ করেছেন।প্রধান বিচারপতি লি জাং-মি বলেছেন, তার (প্রেসিডেন্ট) কার্যক্রম গণতন্ত্রের প্রাণ ও আইনের শাসনকে গুরুতরভাবে ক্ষতবিক্ষত করেছে।’
এই বিভাগের আরো খবর