বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

নারায়ণগঞ্জ আয়কর অফিসের উদ্যোগে হালখাতার আয়োজন

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭   আপডেট: ১১ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : ব্যবসায়ী মহলে বছর শেষে হালখাতার আয়োজন আবহমান বাংলার ঐতিহ্য। বাঙালী ঐতিহ্যের অন্যতম ধারক জাতীয় রাজস্ব বোর্ড। এ উপলক্ষে ১৪২৪ উদযাপন করার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ আয়কর অফিস। আগামী ১৩ এপ্রিল ২০১৭ খ্রিঃ মোতাবেক ৩০ চৈত্র ১৪২৩ বাংলা সন দিনটিকে “ওপেন হাউস ডে” পরিবেশে ‘বকেয়া আদায় নয়, পরিশোধ’ এই স্লোগানকে সামনে রেখে কর অঞ্চলের প্রধান কার্যালয় এইচ, আর কমপ্লেক্স, পূর্ব ইসদাইর এর সম্মেলন কক্ষ ও সার্কেল অফিস সমূহে হালখাতার আয়োজন করেছে। উল্লেখ্য, ঐতিহ্যকে সমুন্নত রেখে উক্ত হালখাতা অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হিসেবে সকল বকেয়া আয়কর পরিশোধের মাধ্যমে পরবর্তী অর্থ বছরের কার্যক্রম নতুনভাবে নব উদ্যোমে শুরুকরণকে নির্ধারণ করা হয়েছে। বাঙালী রীতিকে ধারণ করে কর অঞ্চল-নারায়ণগঞ্জ বকেয়া কর পরিশোধ করতে আসা সম্মানিত করদাতাসহ সকল অভ্যাগত অতিথিদেরকে নববর্ষের ঐতিহ্য মোতাবেক বরণ করবে। সম্মানিত সকল করদাতাকে কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর অধিক্ষেত্রাধীন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলাস্থ আয়কর অফিস সমূহে আগামী ১৩/০৪/২০১৪ খ্রিঃ মোতাবেক ৩০ চৈত্র ১৪২৩ বাংলা সন সকাল ১০ টা হতে বিকাল ৫টা পর্যন্ত সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এই বিভাগের আরো খবর