শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

অবৈধ গ্যাস বৈধ করার দাবিতে রূপগঞ্জে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৭   আপডেট: ৮ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে তিতাস অবৈধ গ্যাস বৈধকরণ ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার বিকেলে ৫ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি ভাঙ্গুনীঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীরা জানান, কেউ ঋণ নিয়ে, কেউ ধার-দেনা করে স্বর্ণালংকার বিক্রি করে, কেউ গবাদি পশু বিক্রি করে গ্যাস সংযোগের জন্য টাকা যোগান দিয়েছে। এসব গ্যাস সংযোগ নিতে গিয়ে প্রতি গ্রাহককে ৪০ থেকে ৫০ হাজার টাকা গুনতে হয়েছে। এসব গ্রাহককে বোঝানো হয়েছিলো, অবৈধ গ্যাস লাইন বৈধ করে দেয়া হবে। এখন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসবে এ আতঙ্কে থাকেন ভুক্তভোগীরা গ্রাহকরা। আর প্রভাবশালী ব্যক্তিরা এসব গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অবৈধ ভাবে গ্যাস সংযোগ নেয়া গ্রাহকরা জানতে পারেন, ইদানিং তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপরই  স্থানীয় এলাকাবাসী রূপসী মুড়াপাড়া দড়িকান্দি ভাঙ্গুনীঘাট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। দুলাল/শুভ্র/এস
এই বিভাগের আরো খবর