শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে জামায়াত শিবিরের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে জিহাদী বই ও সদস্য সংগ্রহ ফরমসহ জামায়াত শিবিরের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে এসআই মোরশেদ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলো, মিজমিজি পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম (২৯), জেলার সোনারগাঁও থানার চেঙ্গাকান্দি এলাকার মো: ইব্রাহিমের ছেলে এবং নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং এলাকার পাকিস্তানী বিল্ডিংয়ের ভাড়াটিয়া মোঃ ইরফান (১৮) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শাহপুর এলাকার মোসলেম বেপারীর ছেলে এবং নাসিক ৩নং ওয়ার্ডের মুক্তিনগর এলাকার পলিটেকনিকের সামনের ভাড়াটিয়া মফিজুল ইসলাম (৩১)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরাফত উল¬াহ জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মিজমিজি পশ্চিমপাড়া এলাকার জেলা জামায়াত নেতা আব্দুর রহমানের বাড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নিয়ে কুইজ প্রতিযোগিতার নামে ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধ করার লক্ষে গোপন বৈঠকের অভিযোগে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে কয়েকটি জিহাদী বই ও সদস্য সংগ্রহ ফরমসহ জামায়াত শিবিরের ৩জন সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কাজে ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই বিভাগের আরো খবর