শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ময়নামতি নয়, কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চাই

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭

স্টাফ রিপোর্টার : গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় নগরীর মিশনপাড়ায় নারায়ণগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা জনকল্যান সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র এক জরুরি সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মো: কামরুজ্জামানের সভা পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ:মোতালিব, মো:ফজলুল হক, মো:জাহাঙ্গীর আলম,মো:জাকির হোসেন,সাধারন সম্পাদক মো:রেজাউল করিম রানা,যুগ্ম সাধারন সম্পাদক মো:শহিদুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক মো:কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মো:হাবিবুল্লাহ সোহেল,সহ-সাংগঠনিক সম্পাদক মো:শাহাবুদ্দিন ভুইয়া,অর্থ সম্পাদক মো:আনোয়ার হোসেন,দপ্তর সম্পাদক মো:আলী আক্কাস,প্রচার সম্পাদক মো:সাদেকুজ্জামান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো:অলিউল্লাহ প্রমুখ।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মো:শহিদুল ইসলাম।সভায় বক্তারা প্রত্যেকে কুমিল্লা জেলার ঐতিহ্যকে তুলে ধরে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। এসময় বক্তারা বলেন,কুমিল্লা জেলার নামে বিভাগ বাস্তবায়ন না হলে সারাদেশের অন্যান্য বিভাগের নামও পরিবর্তন করতে হবে। যেমন ঢাকাকে সোনারগাঁ, চট্টগ্রামকে কর্ণফুলি,সিলেটকে শাহজালাল,রাজশাহীকে বরেন্দ্র,বরিশালকে কীর্তনখোলা, খুলনাকে সুন্দরবন,রংপুরকে মহাস্থানগর করা যেতে পারে।
এই বিভাগের আরো খবর