বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বন্দরে ২ গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ৫, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৭   আপডেট: ৭ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : সিমানা সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ ঘটনায় মহিলাসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে বন্দর থানার উত্তর কলাবাগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো আরজুদা বেগম (৫০) নুর বানু (৩৫) রজ্জব আলী (৩১) বিল্পব (৪৫) ও হাজী আব্দুল সাত্তার (৩৮)। আহতদের মধ্যে ৪ জন বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে। এ ব্যাপারে উভয় পক্ষ বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনার ওই দিন উভয় পক্ষের ৩ জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলো আব্দুল হাই (৫৫) মেহেদী (২৬) ও রজ্জব আলী (৩১)। জানা গেছে, বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার মৃত জালাল ফকিরের ছেলে রফিকুল ইসলামের সাথে একই এলাকার মৃত সাইজুদ্দিন মিয়ার ছেলে হাজী আব্দুল সাত্তার মিয়ার সাথে র্দীঘ দিন ধরে সিমানা নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে প্রতিপক্ষ হাজী আব্দুল আলী মিয়ার লোকজন অপরপক্ষ রফিকুল ইসলামের সিমানা উঠিয়ে কাজ করতে গেলে এতে বাধাদেয় আরজুদা বেগম ও নূর বানু। ওই সময় প্রতিপক্ষ মৃত সাইজুদ্দিন মিয়ার ৩ ছেলে আব্দুল হাই, হাজী আব্দুল সাত্তার, সালাম, ভাগ্নিা মেহেদী ও স্বল্পের চক এলাকার মোঃ আলী ব্যাংকারের ছেলে ফয়সালসহ অজ্ঞাত ৭/৮ জন ক্ষিপ্ত হয়ে আরজুদা বেগম, নূরবানু, রজ্জব আলী ও বিল্পবকে বেদম মারপিট করে আহত করে। এ ঘটনায় প্রতিপক্ষ হাজী আব্দুল সাত্তার মিয়াও আহত হয়। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে রফিকুল মিয়া বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় আব্দুল হাই ও ভাগ্নিা মেহেদীকে গ্রেপ্তার করে। প্রতিপক্ষ হাজী আব্দুল সাত্তার মিয়া বাদী হয়ে বন্দর থানায় কাউন্টার মামলা দায়ের করলে পুলিশ ওই দিন উক্ত এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে রজ্জব আলীকে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ৩ আসামীকে পৃথক ২টি মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এই বিভাগের আরো খবর