বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

গ্যাস বৈধ করার দাবিতে রূপগঞ্জে তিতাস গ্যাস অফিস ঘেরাও, বিক্ষোভ

প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে গ্যাস বৈধকরণ ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন গ্যাস সংযোগ নেয়া গ্রাহকরা। বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসুচী পালন করেন তারা। প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীরা জানান, উপজেলার তারাব, বরাব, রূপসী, হাটিপাড়া, চনপাড়া পূর্নবাসন কেন্দ্র, যাত্রামুড়া, খাদুন, মৈকুলী, বরপাসহ বিভিন্ন এলাকায় বিতরণ লাইন স্থাপন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। এসব গ্যাস সংযোগ নিতে গিয়ে প্রতি গ্রাহককে ৪০ থেকে ৫০ হাজার টাকা গুনতে হয়েছে। কেউ ঋণ নিয়ে, কেউ ধার-দেনা করে, কেউ স্বর্ণালংকার বিক্রি করে, কেউ গবাদি পশু বিক্রি করে গ্যাস সংযোগের জন্য টাকা যোগান দিতে হয়েছে। এসব গ্রাহককে বোঝানো হয়েছিলো, গ্যাস লাইন বৈধ করে দেয়া হবে। এখন  গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসবে এ আতঙ্কে থাকেন গ্যাস সংযোগ গ্রাহকরা। গ্যাস বৈধকরণ ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে দুপুর ১টার দিকে যাত্রামুড়া এলাকার তিতাস গ্যাস অফিসের সামনে শত শত নারী-পুরুষ অবস্থান নেয় এবং তিতাস অফিস ঘেরাও ও বিক্ষোভ শুরু করেন। সেখানে বক্তব্যে রাখেন, স্থানীয় কাউন্সিলর আতিকুর রহমান আতিক, ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি, যুবলীগ নেতা নুরুল ইসলাম, বকুল ভুইয়া, ইঞ্জিনিয়ার মনির হোসেন, শহীদ মিয়া প্রমুখ। পরে বিক্ষোভকারীদের চাপের মুখে পড়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান। পরে বিক্ষোভকারীরা তিতাস গ্যাস অফিসের সামনে থেকে চলে আসেন। এ বিষয়ে যাত্রামুড়া এলাকার তিতাস গ্যাস অফিসের উপ-মহা ব্যবস্থাপন ফয়জার রহমান জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সরকারের নির্দেশ রয়েছে। সে ক্ষেত্রে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোন উপায় নেই।
এই বিভাগের আরো খবর