শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

কোষ্ট গার্ডের অভিযানে ১ হাজার কেজি জাটকা জব্দ

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭   আপডেট: ২৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : ফতুল্লার পাগলা কোষ্ট গার্ড ষ্টেশনের অভিযানে ১ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোষ্ট গার্ডের আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় ‘এম ভি কীর্তনখোলা-০১’ ও  ‘এম ভি প্রিন্স অব রাসেল’ নামের দু’টি জাহাজে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। কোষ্ট গার্ড পাগলার চীফ পেটি অফিসার এল আর খানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। জব্দকৃত জাটকার মূল্য ৩ লাখ টাকা। পরে ওই জাটকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের কাছে হস্তান্তর করা হলে তিনি তা ২৫টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেন। কোষ্ট গার্ড পাগলা এর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বিএন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, আগামী দিনগুলোতেও কোষ্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর