শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ট্রাম্পের জামাতাকে জিজ্ঞাসাবাদ করবে সিনেট কমিটি

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭   আপডেট: ২৮ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের অভিযোগের বিষয়ে ট্রাম্পের জামাতা ও অন্যতম উপদেষ্টা জ্যারেড কুশনারকে জিজ্ঞাসাবাদ করবে সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি। কুশনার কমিটির সঙ্গে কথা বলতে রাজী হয়েছেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আমেরিকায় রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে কুশনারের যে দুবার বৈঠক হয়েছিল, সিনেট কমিটি সে বিষযে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এর মধ্যে একটি হয়েছিল ডিসেম্বর মাসে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে এবং অপরটি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ভিনেশকনম ব্যাংকের সঙ্গে। হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার বলেছেন, কুশনার চাইলে নির্বাহী অধিকার বলে জিজ্ঞাসাবাদ এড়াতে পারতেন। কিন্তু তিনি সেই সুযোগ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী প্রচারের সময় কুশনার ছিলেন নেতাদের কাছে পৌঁছানোর প্রথম ধাপ। তিনি বলেছেন, ওই সময় এইটা ছিল তার প্রথম কাজ এবং তিনি যে সব কাজ করেছেন, যাদের সঙ্গে কথা বলেছেন এবং কী বিষয়ে কথা বলেছেন তিনি এটা একেবারে পরিষ্কার হয়ে যাক , তা তিনি নিশ্চিত করতে চাচ্ছেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকাররা হিলারি ক্লিনটনকে পরাজিত করে ট্রাম্পকে জয়ী করতে ভূমিকা রেখেছে। এ ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট পুতিনেরও প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়। রাশিয়া অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প একে ‘মিথ্যা গল্প’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।
এই বিভাগের আরো খবর