বুধবার   ১৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বিধবাকে মারধর

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭   আপডেট: ২৫ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ভাই ও ভাতিজারা মাজেদা বেগম (৫০) নামে এক নিরিহ বিধবাকে পিটিয়ে আহত করে দোচালা টিনের ঘরসহ ঘরের জিনিসপত্র লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিধবা মাজেদা বেগম জানান, গত বেশ কয়েক বছর ধরে মাজেদা বেগমের ভাইদের সাথে তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ঐ বিরোধের জের ধরে শনিবার সকালে মাজেদা বেগমের বড় ভাই সফরউদ্দিন,আরেক ভাই কামাল হোসেন ও ভাতিজা সাজোয়ারসহ তাদের লোকজন মাজেদা বেগমের বাড়িতে প্রবেশ করিয়া তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও বাড়িঘর ভাংচুর করতে শুরু করে । পরে মাজেদা বেগম তাদের ভাংচুরে বাঁধা প্রদান করলে তার ভাই সফরউদ্দিন,কামাল হোসেন ও ভাতিজা সাজোয়ার মাজেদা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে মাজেদা বেগমের ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্রসহ পুরো দোচালা টিনের ঘর লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে মাজেদা বেগমের একমাত্র ছেলেকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। পরে মাজেদা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে  ভর্তি করান। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দুলাল/এস/এস
এই বিভাগের আরো খবর