শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত : বিমান ও পর্যটন মন্ত্রী

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭   আপডেট: ২৪ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আমাদের র্দূভাগ্য ৩ বছর আগে গার্মেন্টস শিল্পে শ্রমিকদের বেতন পুন:নির্ধারন করা হলেও শ্রমিকরা এখনও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এর জন্য গার্মেন্টস শিল্পের মালিক পক্ষ ও বিজিএমইএ দায়ী। সকল কর্মচারীদের বেতন বেড়েছে, পুলিশের বেতন বেড়েছে, এমপিদের বেতন বেড়েছে, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির বেতন বাড়িয়েছেন। কিন্তু এই সেক্টরটিতে কিছু মালিকদের কারণে সমালোচনার সম্মুখিন হচ্ছে। তা নাহলে কেনই বা শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করবে। ’নিরাপদ কর্মস্থল, জীবন যাপন উপযোগী  মজুরী, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত চাই’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে ২৪ ও ২৫ মার্চ ২০১৭, জেলা সম্মেলনের উদ্ভোধনী সমাবেশে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার ২৪ মার্চ বিকাল ৩ টায় চাষাড়া কেন্দ্রিয় শহীদ মিানারে জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। রাশেদ খান মেনন আরও বলেন, আমি বিজিএমইএ কে ডেকে বলেছিলাম, শ্রমিকদের নিয়ে বসুন। শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার রক্ষা করুন। তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, নারী শ্রমিকদের মাতৃকালীন সেবা নিশ্চিত করুন। তাহলেই আপনাদের অগ্রগতি আরও বেগবান হবে। সারাদেশে পরিবর্তনের হাওয়া, হ্যাঁ আমরা র্অথনৈতিকভাবে আগাচ্ছি কিন্তু সংকটও চলছে। জেলা সম্মেলন উপলক্ষে হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভি, কমরেড হাজেরা সুলতানা এমপি- সভাপতি নারী মুক্তি সংসদ। এসময় বিরোধী দলের কর্মকান্ডের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ও জামায়াত বক্তব্যে ধোয়া তুলছেন। আমাদের উন্নয়নের গতিকে বিনষ্ট করতে পিছু নিয়েছে। তিস্তা নিয়ে সমালোচনা করে, ভারতের সাথে বন্ধুত্বের সর্ম্পক নিয়ে সমালোচনা করে। কিন্তু প্রধাণমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে। ভারতের সাথে চুক্তি হবে, চীনের সাথে চুক্তি হবে, সবার সাথে বাংলাদেশের বন্ধুত্ব হবে। আর আশা করি এ বছরের মধ্যেই তিস্তা চুক্তি হবে। এইচ রবিউল চৌধুরী সঞ্চালনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টি না.গঞ্জ  জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, না.গঞ্জ জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান, মো: আলমগীর হোসেন, মো: শাহজাহান, মো: দেলোয়ার , হোসেন কনক, মো: আকবর পাটওয়ারী প্রমুখ।
এই বিভাগের আরো খবর