শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি, তিন লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭   আপডেট: ২২ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় বুধবার ভোর রাতে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার সহ তিন লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের বাধা দেওয়া চেষ্টা করলে চারজনকে কুপিয়ে আহত করে ডাকাতদল। সোনারগাঁ থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিবরনীতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাতে চাদঁপুরের শাহরাস্তি উপজেলার দৈকামতা গ্রামের বাসিন্দা মনির হোসেন দুবাই থেকে ফিরে মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ-১৪-২২০৬) যোগে গ্রামের বাড়ীতে ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় পৌছলে পেছন থেকে একটি লেগুনা গাড়ী তাদের গতিরোধ রোধ করে। এ সময় ১০/১২ জনের একদল ডাকাত চাপাতি, চাকু, লোহার রড, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বহনকারী গাড়িটি ভাংচুর করে হামলা চালায়। হামলাকালে ডাকাতদের বাধা দেওয়া চেষ্টা করলে ডাকাতরা দুবাই প্রবাসী মনির হোসেন, তার বাবা সিরাজুল ইসলাম, ভাই মোবারক হোসেন সহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার প্রবাসীর গাড়ীতে থাকা ১২টি মুঠোফোন, নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, প্রবাসীর আকামা, ২টি পাসপোর্ট, কসমেটিক্স, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটে নেয়। আহতদের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুবাই প্রবাসীর ভাই মোবারক হোসেন বাদি হয়ে বুধবার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুভ/এস/এস
এই বিভাগের আরো খবর