বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ওয়াহিদ রেজাকে নিয়ে প্রেসক্লাবে স্মরণ সভা আগামীকাল

প্রকাশিত: ২০ মার্চ ২০১৭   আপডেট: ২০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : প্রেম ও বিদ্রোহের জোরালো ভাষা, গতানুগতিকার বিরুদ্ধে আধুনিক ভাষা নির্মাণে কালোত্তীর্ণ এক শিল্প শ্রমিক ওয়াহিদ রেজা। তাঁর স্মরনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে বিকেল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২৬ ফেব্রুয়রি, ২০১৭ রবিবার সকাল ৮ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । এর দুই সপ্তাহ আগে হৃদরোগে আক্রাšত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটউটে তিনি চিকিৎসাধীন ছিলেন। ২৪ ফেব্রুয়ারি সকালে ফের মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হলে তিনি মারা যান। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে শোকের  ছায়া নেমে আসে। তিনি নারায়ণগেঞ্জর প্রখ্যাত রাজনীতিবিদ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য ডা. শাহাদাৎ হোসেনের বড় ছেলে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বড় ভাই এবং নিহত ত্বকীর চাচা কবি ওয়াহিদ রেজা ১৯৫৬ সালের ২৫ অক্টোবর নারায়ণগঞ্জের আমলা পাড়া ২০ কে.বি. সাহা রোডের পৈত্রিক নিবাসে জন্মগ্রহন করেন। পেশা জীবনে তিনি একজন দšত চিকিৎসক ছিলেন। বাংলাদেশে পড়াশোনা শেষ করে দšত চিকিৎসার উপর উচ্চতর পড়াশোনার জন্য তিনি জার্মানী যান। এবং সেখান থেকে ফিরে এসে প্রথমে চারারগোপে তার বাবার চেম্বারে (হোসেন দšত সদন) ও পরে ডন চেম্বারে চিকিৎসা সেবার কাজ শুরু করেন। ছাত্র জীবন থেকে তিনি লেখালিখির সঙ্গে জড়িত ছিলেন। তার প্রথম প্রকাশিত বই দাঁড়াও কথা আছে (১৯৮১) কাব্যগ্রন্থ। তার জীবদ্দশায় তিনি ত্রিশটিরও বেশী বই রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ মহাকালের রথের ঘোড়া, চোখের রঙ নখের বিষ, দীপালীর পরকীয়া বায়োস্কোপ, ঘরে এখন পরপুরুষ ইত্যাদি।  এবছরের বই মেলায়ও তার তিনটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি হলো আলোকায়ন থেকে প্রকাশিত । কবি জন কীটস ও তার প্রেম।
এই বিভাগের আরো খবর