বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বালুর মাঠ ভাষা সৈনিক রোডের বেহাল দশা, খানাখন্দে জন দুর্ভোগ

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭   আপডেট: ১৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের শহরের প্রাণ কেন্দ্র চাষাড়া শহীদ মিনারের পাশ দিয়ে যাওয়া বালুর মাঠ ভাষা সৈনিক রাস্তাটি বেহাল দশায় জন দুর্ভোগের অন্তি নেই। সান্তনা মার্কেট থেকে নূর মসজিদ পর্যন্ত বিস্তৃত রাস্তাটিতে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে। ফলে এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ অন্তহীন। জানা গেছে, বছরের বেশিরভাগ সময়েই রাস্তাটি খানাখন্দে ভরা খাকে। যত্রতত্র ভাঙ্গা ও  বড় বড় গর্ত থাকায় এ রাস্তা দিয়ে রিক্সা চালকরা যাতায়াত করতে চান না আবার গেলেও আদায় করেন অতিরিক্ত ভাড়া। ইট ভাঙ্গা ও বালু দিয়ে রাস্তা কোনরকমে মেরামতের চেষ্টা করা হলেও এতে সমস্যা বেড়ে আরো দূর্ভোগের সৃষ্টি হচ্ছে। উচু নিচু ও গর্তভরা রাস্তায় প্রায়ই ঘটে রিক্সা উল্টে পড়ার মত দুর্ঘটনা। এতো দূর্ভোগের পরও মূল সড়কের ট্রাফিক জ্যাম এড়াতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ সড়কে বড় বড় বাস ও মাল বোঝাই ট্রাকগুলো শর্টকাট হিসেবে এ রাস্তাটি ব্যবহার করে জীবনযাত্রা সংকটে ফেলেছে। রাস্তার দুপাশে রড এর দোকান থাকায় রাস্তার প্রায় অর্ধেকাংশ দোকান মালিকরা তাদের পন্য রাখার জন্য ব্যবহার করেন। সান্তনা মার্কেটের পাশেই বেইলি টাওয়ারে বেইলি স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় প্রায়ই পানি জমে থাকে তাই সময় মত বাচ্চাকে স্কুলে নিয়ে আসতে পারি না। আর রিক্সা চালকরাও বালুর মাঠের কথা শুনলে আসতে চায় না। বর্ষার সময় ড্রেনের ময়লা পানি আর জমে থাকা বৃষ্টির পানি মিলে রাস্তা যেন এক ছোট খাট খালে পরিনত হয়। এখানকার একজন বাসিন্দা জানান একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায় । রাস্তার এপার থেকে ওপারে যে যাবো সেই অবস্থাটাও নেই। এ বিষয়ে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, সড়কটি নিয়ে কিছু জটিলতা ছিলো। বিষয়টির অবসান হয়েছে। আগামী সপ্তাহে এ সড়কটি মেরামতের জন্য নাসিকে দরপত্র আহ্বান করা হবে। আশা করি দ্রুত এর কাজ শুরু হবে।
এই বিভাগের আরো খবর