শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

৩’শ শয্যা হাসপাতালে পালিত হলো বঙ্গবন্ধুর জন্মদিন

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭   আপডেট: ১৭ মার্চ ২০১৭

যুুগের চিন্তা ২৪ ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ৩‘শ শয্যায় উন্নত মানের খাবার ও বর্হি বিভাগে রোগীদের টিকিটসহ বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তত্ত্বাবধায় ডা. নিতীশ কান্তি দেবনাথ সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডা. এ, কে, এম, শফিউল আলম, ডা. শফিউল আজম, ডা.পলক কুমার মোহন্ত, ডা.মোঃ লুৎফর রহমান, ডা.অলক কুমারসাহাসহ সকল চিকিৎসকবৃন্ধ। সভা সঞ্চালন করেন পিএ সিদ্দিকুর রহমান ও সোহেল রানা। জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বর্হি বিভাগ খোলা রেখে রোগীদের টিকিটসহ বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সময় সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করেন । এর আগে ৩‘শ শয্যা বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জের পক্ষ হইতে  চিকিৎসা তত্ত্বাবধায় ডা. নিতীশ কান্তি দেবনাথ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে পুষ্পস্তবক অর্পন করেন ।
এই বিভাগের আরো খবর