বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

সেভ দ্যা রোড-এর মানববন্ধন ও শান্তি সড়ক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭   আপডেট: ১৭ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : ধমীরেরসরাইতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে সেভ দ্যা রোড এর মানববন্ধন ও শান্তি সড়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ মার্চ বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ১১ জুলাইকে নিরাপদ পথ দিবস ঘোষণা ও ৭ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আহমিদুল খান কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী। প্রধান বক্তার বক্তব্যে সেভ দ্যা রোডের মহাসচীব প্রিন্সিপাল শান্তা ফারজানা বলেন, ফিটনেস বিহীন গাড়িতে বাংলাদেশের রাস্তা সয়লাভ। অদক্ষ্য চালক দিয়ে গাড়ির মালিকরা বেশী মুনাফা লাভের আশায় গাড়ি ব্যবহার করছে। এতে মানুষ হাতে জীবন নিয়ে রাস্তায় চলাফেরা করে। মীরসরাইতে বঙ্গবন্ধু ফুটবল ক্লাব খেলা শেষে ফেরার পথে নিহত শিক্ষার্থীদের স্মরণীয় রাখার লক্ষ্যে ১১ জুলাইকে নিরাপদ পথ দিবস ঘোষণা ও ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান করছি। উক্ত অনুষ্ঠানে উদ্ভোদন করেন সেভ দ্যা রোড এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. নূরজাহান নীরা। অন্যান্যদের মধ্যে সেভ দ্যা রোডের যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান রেজাউল করিম রাকিব সুমন, মোঃ সবুজ, মোঃ রুবেল, নাহিদ ও আতাউর রহমান উপস্থিত ছিলেন ।
এই বিভাগের আরো খবর