শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

অটোরিকশা চাপায় বিদ্যানিকেতন হাইস্কুলের স্কুলছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর রূপক ছাত্র রুপক নন্দী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে, ঘাতক অটো রিকশা চালক এবং নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ওই স্কুলের সহপাঠী শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় রূপক নন্দী গুরুতর আহত হয়। কিন্তু তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলেও সেখানে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তারের দাবি জানান তারা। প্রসঙ্গত, গত সোমবার রাতে নারায়নগঞ্জ শহরের নন্দিপাড়ায় অটোরিকসার চাপায় দ্বিতীয় শ্রেনীর ছাত্র রুপক নন্দি নিহত হয়। সে দোকানে যাওয়ার পথে অটো রিকসা চাপা দিলে তার মৃত্যু হয়।
এই বিভাগের আরো খবর