শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

আনোয়ার হোসেন ত্যাগী নেতা, দলের জন্য নিবেদিত প্রাণ : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আনোয়ার হোসেন একজন ত্যাগী নেতা। তিনি সারাজীবন আওয়ামীলীগের রাজনীতি করেছেন। এর মূল্যায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছেন এবং তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনোয়ার হোসেন দলের জন্য নিবেদিত প্রাণ। বৃহস্পতিবার দুপুরে শহরের মর্গ্যান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মর্গ্যান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন জেলা পরিষদের চেয়ারম্যান এবং গভর্নিং বডির সদস্য শারমিন হাবিব বিন্নি নাসিকের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় গভর্নিং বডি তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। আমু বলেন, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়। এ স্কুলের শিক্ষার্থীরাই হাতের রক্ত দিয়ে যেভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে এতে আমাদের আন্দোলন আরো বেগবান হয়েছে। তিনি বলেন, এ সরকারের আমলে বিশ্বব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৩০ হাজার কোটি টাকার পদ্মা সেতু করছি আমরা। আমরা ২০০৯ সালেও এসেও আমরা দেখেছি ২৬ হাজার টন খাদ্য ঘাটতি। সেই খাদ্যঘাটতি পূরণ করে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য রপ্তানি করছি। মন্ত্রী  আরো বলেন, স্বাধীনতার পর আমাদের দেশের নির্দিষ্ট সীমানা ছিলনা আমরা ক্ষমতায় আসার পর আমাদের প্রধানমন্ত্রী সমুদ্র জয় করে আমাদের দেশের সীমানা নির্ধারণ করেছেন। এতে আমাদের দেশ জল ও স্থল সীমানায় বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত হয়েছি। এতে আমরা যে খনিজ সম্পদ পেয়েছি তা যদি আমরা উত্তোলন করতে পারি তবে আমরা ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিনত হতে পারবো। মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। দেশের ১৬ কোটি মানুষের দোয়ায় আল্লাহপাক তাকে বাঁচিয়ে দিয়েছে। মর্গ্যান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হুসনে আরা বেগম বাবলী প্রমুখ।  
এই বিভাগের আরো খবর