বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

মনিপুরে সরকার গঠনে বিজেপির তোড়জোড়

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭   আপডেট: ১৩ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর বিধানসভায় সরকার গঠন করতে তোড়জোড় শুরু করেছে বিজেপি।বিজেপি দাবি করেছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক এমএলএর সমর্থন রয়েছে তাদের পক্ষে। ববারই দলের পক্ষে ৩২ জন এমএলএ-এর নাম জমা দিয়ে রাজ্যের গভর্নরের কাছে সরকার গঠনের অনুমতি চেয়েছে বিজেপি।মণিপুর রাজ্যের গভর্নর নাজমা হেফতুল্লাহর সঙ্গে রোববার দেখা করেন বিদায়ী মুখ্যমন্ত্রী ইবোবি সিং। এবারের বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছে ইবোবি সিংয়ের দল কংগ্রেস। তার দাবি, একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া কংগ্রেস সরকার গঠনের সুযোগ পাবে আগে।মণিপুর বিধানসভায় আসনসংখ্যা ৬০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩১টি আসন। কোনো দল এককভাবে তা নিশ্চিত করতে পারেনি। সোনিয়া ও রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পেয়েছে ২৮টি আসন। আর বিজেপি পেয়েছে ২১টি আসন। তৃণমূল কংগ্রেস পেয়েছে ১টি এবং অন্যান্য দল পেয়েছে ১০টি আসন।গভর্নর নাজমা হেফতুল্লাহর কাছে রোববার বিজেপি দাবি করেছে, সরকার গঠনের জন্য ৩২ জন এমএলএ রয়েছে তাদের সমর্থনে। এর মধ্যে বিজেপির ২১ জন, ন্যাশনাল পিপলস পার্টির চারজন, নাগা পিপলস ফ্রন্টের চারজন, এলজেপির একজন এবং অন্যান্য দুজন এমএলএ রয়েছেন। অন্য দুজনের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন।এখন বিজেপি দাবি করছে, তার সরকার গঠন করবে এবং কংগ্রেসও দাবি করছে তারা সরকার গঠন করবে। তবে সরকার গঠনের জন্য ৩১ জন এমএলএর সমর্থন যারা পাবে, শুধু তারাই সরকার গঠন করতে পারবে। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
এই বিভাগের আরো খবর