শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেলিম ওসমান

প্রকাশিত: ১৪ মে ২০১৭   আপডেট: ১৪ মে ২০১৭

ডেস্ক সংবাদ (যুগের চিন্তা ২৪ ডটকম) : শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনার সেলিম ওসমানকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। রবিবার সকালে বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ৮ মে তিনি হাইকোর্ট থেকে দুই সপ্তাহের আগাম জামিন নেন। সেলিম ওসমানের আইনজীবী নাজিবুল্লাহ হিরু জানান, হাইকোর্ট থেকে দুই সপ্তাহের জামিনের নথি আদালতে জমা দেওয়া হয়েছে। এদিকে, আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন দেওয়া হলে ঢাকা মুখ্য মহানগর হাকিম জেসমিন আরা বেগম তা নামঞ্জুর কর দেন। আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়। লাঞ্ছনার প্রমাণ না পাওয়ায় পুলিশ অভিযোগ সত্য নয় বলে নারায়ণগঞ্জের আদালতে প্রতিবেদন দিয়েছিল। গত ২২ জানুয়ারি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে প্রতিবেদনটি নারায়ণগঞ্জের আদালত থেকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগটি স্থানান্তরের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে ঘটনার ওপর বিচার বিভাগীয় তদন্ত করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান। এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁশুলি আনোয়ারুল কবির বাবুল জানান, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কোনও কর্মচারী  অথবা  সংশ্লিষ্ট পুলিশের কোন কর্মকর্তা এ নালিশি মামলার বাদী হওয়ার পদ্ধতি আইনে বেধে দেওয়া আছে। আদালতের ক্ষমতা রয়েছে সংশ্লিষ্ট কাউকে কোর্টের প্রতিনিধি হয়ে বাদী হিসেবে গণ্য করার। বিচারক জেসমিন আরার কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নালিশি মামলা করতে এ নথিপত্র পৌঁছায় ২৮ ফেব্রুয়ারি। হাইকোর্ট  আদেশে বলেছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে, দেশের আইন নিরেপেক্ষ ও বৈষম্য ছাড়া প্রয়োগ করা। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। রেকর্ড আইনের ঊর্ধ্বে নন, সবাই আইনের অধীন। এটি আইনের শাসনের মর্মবাণী। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমরা ওই ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিচারের স্বার্থে এটি যথাযথ বলে প্রতীয়মান হয়। ২০১৬ সালের ১৩ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করার অভিযোগ প্রকাশ পেলে দেশজুড়ে তীব্র নিন্দা-প্রতিবাদের ঝড় ওঠে। সূত্র : বাংলা ট্রিবিউন
এই বিভাগের আরো খবর