বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

ছাত্র নেতা শুভ দেবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ২৭ এপ্রিল ২০১৭

স্টাফ রিপোর্টার (যুুগের চিন্তা ২৪ ডটকম) : বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক শুভ দেবেরে উপর বর্বর হামলার প্রতিবাদে বৃস্পতিবার দুপুরে চাষাড়া শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। প্রগতিশীল ছাত্র জোটের সভাপতি মশিউর রহমান রিচার্ডের সভাপতিত্বে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুমাইয়া সেতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সুলতানা আক্তার ও ছাত্র ফেডারেশনের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দরা। সমাবেশ শেষে একটি ক্ষুব্ধ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সভাপতির বক্তব্যে মশিউর রহমান বলেন, সারা বাংলাদেশের জনগণের প্রাণ এখন কিছু সন্ত্রাসীদের হাতে জিম্মি। এই সন্ত্রাসীরা টিকে থাকে শাসক ও রাষ্ট্রিয় বাহিনীর প্রতক্ষ্য মদদে।  হামলা করে কোন দিন জনগণের ন্যায্য আন্দোলন বন্ধ করা যায়নি। আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের মুক্তির আন্দোলনে নিজেদের প্রাণ উৎসর্গ করেই আমরা রাজপথে নেমেছি। প্রতিটা আঘাতের দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। কেউ একবিন্দু ছাড় পাবে না। অন্যান্য বক্তারা বলেন, আমরা ছাত্ররা নানান সময় ক্ষমতাশীনদের অপকর্মের  বিরূদ্ধে বিভিন্ন ভাবে আন্দোলনে যুক্ত থাকার কারনে তাদের শত্রুতে রুপান্তরিত হই। ফলে নানা ভাবে প্রগতিশীলদের উপর হামলা আমাদের সমাজে এখন নিত্যদিনের ঘটনা ।  এর বিরুদ্ধে আমাদের এখনি রুখে দাঁড়াতে হবে। নইলে বিচার হীনতার যে সংস্কৃতি আমাদের সমাজে বিদ্যমান তা আরো এক ধাপ উন্নিত হবে। এদিকে এ হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সন্ত্রাস নিমূর্ল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বায়ক তরিকুল সুজন, নারী নেত্রী পপি রানী সরকার, শ্রমিক নেতা অঞ্জন দাস, বাসদ সম্বয়ক নিখিলদাসহ আরো অনেকে। উল্লেখ্য যে,  গত ২৬ এপ্রিল রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের সামনে পরিকল্পিতভাবে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল শুভ দেবকে  হামলা করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শুভ দেবকে খানপুুর হাসপাতেল আশংঙ্কাজনক অবস্থায়  নিয়ে হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
এই বিভাগের আরো খবর