শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সোনারগাঁয়ে ইজিবাইক চালককে হত্যার ঘটনায় আদালতে ঘাতকের স্বীকারোক্তি

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম  (সোনারগাঁ)  : সোনারগাঁয়ে ইজিবাইক চালক সোহানকে গলাকেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে ঘাতক মেহেদী হাসান। বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়। কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, বন্দর উপজেলার কোন এক স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র মেহেদী হাসান তার বন্ধু পারভেজ ও রিংকুর প্রস্তাবে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাইয়ের পরিকল্পনা করে। সেমতে সোমবার রাতে মেহেদী হাসান এবং তার বন্ধু পারভেজ, রিংকু, অনিক ও রিয়াজ সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ানোর কথা বলে সোহানের অটোরিক্সা ভাড়া নেয়। এদিকে তারা অটোরিক্সা বিক্রির জন্য শাহীন নামে একজনকে প্রস্তুত থাকতে বলে। এক পর্যায়ে অটোরিক্সাটি সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আসলে প্রথমে মেহেদী হাসান সোহানের গলায় ছুরিকাঘাত করে। পরে রিংকু পেটে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে সড়কের ঢালুতে লাশ ফেলে দেয়। এরপর পারভেজ অটোরিক্সাটি চালিয়ে নিয়ে তাদের এক ইয়াবা সেবনকারী বন্ধুর বাসায় রাখে। সেখান থেকে পিকআপভ্যানে উঠিয়ে অটোরিকশাটি নারায়ণগঞ্জ নিয়ে আসার পথে এলাকাবাসী ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ আরো ১জনকে আটক করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার এসআই সাধন চন্দ্র বসাক আদালতে ঘাতক মেহেদী হাসানের স্বীকারোক্তি মূলক জবানবন্দির সত্যতা নিশ্চিত করেছেন।
এই বিভাগের আরো খবর