মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

সোনারগাঁয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ : আহত ১০

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ২৩ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম  (সোনাগাঁ) : সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি গ্রামের এ ঘটনা ঘটলে পুলিশ সন্ধ্যায় তা নিশ্চিত করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় উভয় পক্ষের লোকজন পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি গ্রামের জয়নাল আবেদীনের সঙ্গে একই গ্রামের জাকির মিয়ার দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে রোববার দুপুর দুইজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে জাকির মিয়া, আবুল হোসেন, মাকসুদা বেগমসহ ৮-১০ জনের একটি দল রামদা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জয়নাল আবেদিন, তার স্ত্রী সুফিয়া বেগম, মা রোকেয়া বেগম, ভাই কাজল মিয়া, ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগমকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে জয়নাল আবেদিনের লোকজন একত্রিত হয়ে জাকির মিয়া, মাকসুদা বেগম ও হালিমা আক্তারসহ পাঁচজনেকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। এলাকাবাসী আহতদের তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বলেন, এ ঘটনায় উভয়পক্ষ পৃথকভাবে লিখিত অভিযোগ করেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর