শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ২৩ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করেছেন। রোববার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহন করেন চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র (প্রস্তাবিত শেখ রাসেল নগড় ইউনিয়ন) ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি, আমির হোসেন, চাঁন মিয়া, জসীম গাজী, সিরাজুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী। পরে ৫নং ওয়ার্ড স্কুল মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে জঙ্গী তৎপরতা দেখা যাবে সেখানেই প্রতিহত করা হবে। এ দেশের মাটিতে জঙ্গীদের ঠাই নেই। তাই সকলকে সজাগ থাকতে হবে, যাতে করে জঙ্গীরা কখনও মাথাচারা দিয়ে না উঠতে পারে। আর মাদক নির্মুল করতে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্দে সকলকে একযোগে কাজ করতে হবে। মাদকের ব্যপারে কোন ছাড় নেই। মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোকনা কেন, কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবেনা। মাদক ব্যবসায়ীদের ধরে আইনশৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে । তাহলেই যুব সমাজ ধ্বংশের হাত থেকে রক্ষা পাবে। চনপাড়ায় অপরাধমুলক কর্মকান্ড কমে আসবে।
এই বিভাগের আরো খবর