শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

শুক্রবার সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের ‘নতুন গানের উৎসব-২০১৭’

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ২০ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : বাংলা নতুন বছরে অনুষ্ঠিত হতে চলেছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের আয়োজনে ‘নতুন গানের উৎসব-২০১৭’। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উদ্ভাবন করবেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধূরী। সংগঠনটির এবারের স্লোগান “চেতনা জাগাও সর্বপ্রাণে, বাঁচাও সুন্দরবন।” সমগীত ২০০৩ সাল থেকে তারুণ্য- তাড়নার গান শিরোনামে প্রতিবছর সারাদেশের বিভিন্ন অঞ্চলের শিল্পী ও গানের দল নিয়ে আয়োজন করে আসছে গানের উৎসব। এ বছর থেকে নাম পাল্টে করা হয়েছে নতুন গানের উৎসব। এবারের উৎসবে কফিল আহমেদ এর পাখির ডানায় দারুণ শক্তি, গরুর চোখে মায়া, অ্যালবামটি মোড়ক উন্মচোন করা হবে। আর উৎসবে গান গাইবেন কফিল আহমেদ, গানপোকা, সহজিয়া, নগরনাট (সিলেট),মাদল, শহুরে গায়ক সমগীত (নারায়ণগঞ্জ) মনোসরণি ও গানের দল সমগীত। তাথৈয়া কোরিওগ্রাফিতে থাকবে নৃত্য। এ অনুষ্ঠানের উপলক্ষে সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ বলেন, প্রতিবছর বিভিন্ন স্লোগান সামনে রেখে গানের উৎসব হয়। এ বছরের স্লোগান “চেতনা জাগাও সর্বপ্রাণে, বাঁচাও সুন্দরবন”। সুন্দরবন রক্ষার লক্ষ্যে আমরা আমাদের এই গানের উৎসবের মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছাতে চাই। আমরা বলতে চাই বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প আছে, সুন্দরবনের বিকল্প নেই। এছাড়া তিনি আরো বলেন, এই আয়োজনের মাধ্যমে পরস্পরের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তুলতে পারলে আমাদের এই আয়োজন কার্যকরী হয়ে উঠবে। আমরা আশ্বাস রাখি আমাদের এই সম্মেলিত প্রয়াস আধিপত্যের সকল আওয়াজকে ছাপিয়ে প্রাণ মেলাবার ক্ষমতা রাখে।
এই বিভাগের আরো খবর