বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

লোকসান এড়াতে গ্যাসের মূল্য বৃদ্ধির দরকার নেই

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ১ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : লোকসান এড়াতে গ্যাসের মূল্য বৃদ্ধির দরকার নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের বন্দরের বিশিষ্ট জনেরা। তারা বলেন, গ্যাস চুরি রোধ করা গেলে এবং অবৈধ সংযোগের মাধ্যমে লোপাট হওয়া কোটি কোটি উদ্ধার টাকা করা সম্ভব হলে আবাসিক খাতে গ্যাসের দাম বাড়ানোর কোন প্রয়োজন নেই। মঙ্গলবার সকালে বন্দরের বক্তারকান্দি এলাকায় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রযোজনীয় সম্পর্কীত এক মত বিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, কাজিমউদ্দিন, নবীর হোসেন নবী প্রমুখ। নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহাম্মেদ বলেন, নারায়ণগঞ্জের বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ প্রভৃতি এলাকায় গত তিন বছরে স্ব স্ব ইউপি চেয়ারম্যানসহ প্রভাবশালী চক্র লক্ষাধিক অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটি তিতাসের অসাধূ কর্মকর্তাদের সহযোগিতায় প্রতি সংযোগে নিয়েছে এক লাখ ৫০ হাজার টাকা করে। এ ছাড়া অবৈধ সংযোগ ব্যবহারকারীদের কাছ থেকে প্রতি মাসে বিল হিসেবে আদায় করছে এক হাজার টাকা। যা তিতাস গ্যাস কর্তপক্ষ বা সরকারী কোষাগারে জমা হচ্ছেনা। সরকার হারাচ্ছে  মোটা অংকের রাজস্ব। লক্ষাধিক অবৈধ গ্যাস সংযোগ বৈধ করা হলে এবং অবৈধ সংযোগ দিয়ে কোটি টাকা লোপাটকারীদের শাস্তির আওতায় এনে লুটে নেয়া টাকা সরকারী কোষাগারে ফেরত আনার ব্যবস্থা করা হলে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বেনা।  
এই বিভাগের আরো খবর