শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

কলকাতার উপহাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৭   আপডেট: ১৮ এপ্রিল ২০১৭

যুগেরচিন্তা২৪.কম:  ১৯৭১ সালের ১৮ এপ্রিল দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন স্মরণে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।আজ মঙ্গলবার পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।স্বাধীন বাংলাদেশের পতাকা দেশের বাইরে ১৯৭১ সালের ১৮ এপ্রিল সর্বপ্রথম কলকাতা উপহাইকমিশন প্রাঙ্গণে উত্তোলিত হয়েছিল। দিবসটি পালন উপলক্ষে এই পতাকা উত্তোলন করা হয়।জকি আহাদ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল সাধারণ জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। বঙ্গবন্ধুর দিকনির্দেশনার দেশের মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম স্থান করে নিয়েছে।তিনি বলেন, এখন সেভাবে আমরাও এক হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাব।উল্লেখ্য, ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় পাকিস্তানের উপ-দূতাবাসে কর্মরত ৭০ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন।এ পতাকা উত্তোলনে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ হোসেন আলী।
এই বিভাগের আরো খবর