শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

৩ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : রূপগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৭   আপডেট: ১৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : নারায়ণগঞ্জে তিন সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি এক্ট-৫৭ ধারায় মামলা দায়েরের  প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার বিকেলে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কলামিষ্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব লায়ন মীর আব্দুল আলীম। এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক মকবুল হোসেন, সাধারন সম্পাদক খলিল সিকদার, এ হাই মিলন, জিএম সহিদ, নজরুল ইসলাম, আশিকুর রহমান হান্নান, এস এম শাহাদাত, জাহাঙ্গির আলম হানিফ , সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয়, এস এম রুবেল মাহমুদ, আতাউর রহমান সানি প্রমূখ। সভায় সাংবাদিকরা বলেন, যুগান্তরের রাজু আহমেদ, নারায়ণগঞ্জ বার্তা অনলাইনের প্রকাশক সিফাত আল রহমান, নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান কচি ও ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান বাদলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে রূপগঞ্জের সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারী দেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপনের  বিরুদ্ধে অর্থ ক্যালেঙ্কারীর সংবাদ প্রকাশ করায় ৫০ কোটি টাকার মানহানী মামলা করা হয়। যা আইসিটি এক্ট-৫৭ ধারা প্রয়োগের মাধ্যমে সাংবাদিক নির্যাতনের হাতিয়ার।
এই বিভাগের আরো খবর