বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

সোনারগাঁয়ে লোক শিল্প যাদুঘরে তিন দিনের বৈশাখী মেলা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৭   আপডেট: ১০ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে (সোনারগাঁও যাদুঘরে) তিনদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩টায় ফাউন্ডেশন চত্বরের লোকজ মঞ্চে এ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে। প্রতি বছরের ন্যায় এবারও পহেলা বৈশাখের দিন সকালে ফাউন্ডেশনের লেকে ভাসমান নৌকায় বর্ষ বরণ অনুষ্ঠান করা হবে। এছাড়া মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কারুশিল্পীরা তাদের কারু পন্যের পসরা সাজিয়ে বসবেন মেলা প্রাঙ্গণে। ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ফাউন্ডেশন চত্বরে মেলা চলবে। পহেলা বৈশাখে বরাবরের মতো এবারও লক্ষাধিক দর্শনার্থীর আগমন হবে বলে জানান তিনি।
এই বিভাগের আরো খবর