বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

রফিউর রাব্বির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৭   আপডেট: ৯ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : সাংস্কৃতিক ব্যক্তিত্য রফিউর রাব্বির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ‘নারায়নগঞ্জ জাগ্রত তৌহিদী জনতা’। নারায়নগঞ্জ কলেজের সাবেক ভিপি এ টি এম পাভেলের সভাপতিত্বে রোবাবর বিকেলে নারায়নগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগরের হেফাজত ইসলামের সদস্যসচিব হযরত মাওলানা ফেরদৌস রহমান। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, দেওভোগ মাদ্রাসার শিক্ষক হুমায়ুন কবির, আল আমিন প্রধানসহ প্রমুখ। মানববন্ধনে এ টি এম পাভেল সভাপতির বক্তব্যে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম উঠিয়ে দেয়ার জন্য রফিউর রাব্বির প্রতি নিন্দা জানান। হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা জোনায়েদ বাবু নগরীকে আল্লাহর ওলী উল্লেখ করে তাঁর সম্পর্কে কটুক্তিকারী রফিউর রাব্বি নাস্তিক। আমরা এই নাস্তিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদৌস রহমান বলেন, প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে কথা বলার। এমন কোন কথা বলা হয় যদি মুসলমানের হৃদয়ে লাগে, এমন কোন কথা বলা হয় যদি  বিধর্মীদের হৃদয়েও লাগে। সে ধরনের কথা বলার অধিকার ইসলাম কাউকে দেয়নি। তিনি যে কথা বলেছেন তা কোন মুসলমানের কথা নয়। এ সময় তিনি রফিউর রাব্বিকে উদ্দেশ্য করে বলেন, ইসলামের বিরুদ্ধে যে কথা বলেছেন তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যে মোমবাতির অগ্নিশিখা জ্বালিয়ে ছেলের মৃত্যুর বিচারের দাবি করেন তা কোন মুসলমানের বিচারের দাবি হতে পারেনা। তিনি রফিউর রাব্বির প্রতি হুশিয়ারী উচ্চারন করে আরও বলেন, আপনি যদি এই ইসলামের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করেন এর জন্য আপনাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যদি হেফাজতে ইসলাম সম্পর্কে একটুও কটুক্তি করেন আপনাকে ছেড়ে কথা বলা হবে না। কার ইশারায় এসব কথা বলেন। এটা আমাদের জানার দরকার আছে। শেষে একটা কথা বলতে চাই আপনি ইসলামের  বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন । খোকা/এস/এস
এই বিভাগের আরো খবর