বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

সিনহা ওপেক্স গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪ ডট কম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৭ ফেব্রুয়ারী সোমবার সকালে সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পনগরী এলাকায় অবস্থিত সিনহা ওপেক্স গ্রুপের পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানা বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, ১২ তলা ভবনের ১২ তলায় ডব্লিউজি-৪ ফ্লোরের সুইং সেকশনে আগুন লাগে। সকাল সোয়া ৭টায় খবর পেয়ে তাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনি। অগ্নিকাণ্ডের পর গণমাধ্যম কর্মীদের ঘটনাস্থলে যেতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ। সিনহা ওপেক্স গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) তাজোয়ার হোসেন জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি। তবে বেশ কয়েকটি মেশিন, ফেব্রিক্সসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। নিজস্ব তদন্তের পর এ ব্যাপারে জানানো হবে বলে তিনি জানান। এর আগে ২০১৬ সালের ২৫মার্চ দুপুরে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছিলেন। তাদের নিজস্ব তদন্তের পর এ ব্যাপারে জানানো হবে।
এই বিভাগের আরো খবর