Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে ৮৪৮ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম

শেখ হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে ৮৪৮ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করা হয়।

জুলাই-আগস্টের আন্দোলনে সারাদেশে ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ ৫০০ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি এ অভিযোগ দায়ের করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা অভিযোগে ৮৪টি মামলার এজাহারের কপি, বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং, শেখ হাসিনা, সবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ ৫০০ জন আসামির তথ্য উল্লেখ রয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক প্রধান, সালাহউদ্দিন খান (পিপিএম)।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন