শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭   আপডেট: ৪ মার্চ ২০১৭

যুগেরচিন্তা  ২৪ ডটকম ( সংবাদ বিজ্ঞপ্তি ) : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং পর্যাপ্ত গ্যাসের দাবীতে আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সম্পাদক মন্ডলীর সদস্য মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী রমজানুল রশিদ, হাজী মোঃ মনির হোসেন, সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, রেড ক্রিসেন্ট সেক্রেটারী হাজী আব্দুর রহমান লিটন, মোহাম্মদ হোসেন কাজল, শ্রমিক নেতা মনির হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করার ফলে বাড়ী ভাড়া, পরিবহন ভাড়া, নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য বৃদ্ধি যথাÑ চাল, ডাল, তেল, নুন, আটা, ময়দাসহ সকল দ্রব্যমূল্যের ক্রমাগত মূল্য বৃদ্ধি পাবে। যেহেতু, নি¤œ ও মধ্যবিত্তের কোন আয় বাড়েনি সেহেতু গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সাথে সাথে বাড়ী ভাড়াসহ সকল পণ্যের অতিরিক্ত ব্যয় নির্বাহ করার ক্ষমতা এই শ্রেণির নেই। তাই বর্তমান জনবান্ধব সরকারের নিকট আমাদের জোর দাবী গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিদ্যুতের মূল্য না বাড়িয়ে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে মূল্য সমন্বয় করা হউক এবং সাধারণ ভোক্তাদের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ বিলের খড়গ থেকে মুক্তি দেয়া হউক। পাশাপাশি চাপ বৃদ্ধি করে গ্যাসের প্রবাহ স্বাভাবিক করার জোর দাবী জানানো হয়। বক্তাগণ আরো বলেন, অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ গ্যাসের চাপ বৃদ্ধি করা না হলে ভূক্তভোগী জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, হাজী সামসুল আলম, হাজী রুহুল আমিন, আজমত উল্লাহ্ খন্দকার, আবুল সরদার, হাজী ইমামুল হাসান হিমু, আজিজি আল-আরমান, হাজী আনোয়ার হোসেন, হাজী মজিবুর রহমান, হাজী মোঃ ইসমাইল করিম, প্রণিক সভাপতি সেলিম সিদ্দিক, রাজি উদ্দিন আহমেদ, আমির হোসেন, লিটন মিয়া, পিয়ারী বেগম সোমা, বিথী আক্তারসহ ভূক্তভোগী অসংখ্য নারী-পুরুষ।
এই বিভাগের আরো খবর