
চৈত্র মাস চলছে। কয়েকদিন পরই শুরু হবে গ্রীষ্মকাল। গত কয়েকদিন ধরে ঢাকায় বেশ গরম পড়েছে। এই গরমে প্রশান্তির জন্য তরমুজের একটি ফালি যথেষ্ট। সারা বছর কম-বেশি দেখা মিললেও মৌসুমি এই ফলটি এখন পুরোদমে রাজধানীর বাজারে আসতে শুরু করেছে। ঢাকার বাজারগুলোতে মাঝারি থেকে বড় আকারের তরমুজ কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। মঙ্গলবার (২৩ মার্চ) সদরঘাটের বাদামতলি ঘুরে ছবি তুলেছেন মোস্তাফিজুর রহমান নাসিম।