বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের সমাবেশ

প্রকাশিত: ২২ মে ২০১৭   আপডেট: ২২ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডট কম) : চাল, ডাল, তেল, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও বাজার সিন্ডিকেটের দৌরাত্ব্য কমানোর দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বাসদ। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস সমাবেশের সভাপতিত্ব করেন। সোমবার বিকেলে চাষাড়া শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সভাপতি সেলিম মাহমুদ,সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম দোলন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের  জেলা সভাপতি আবু নাইম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তারসহ সংগঠনটির বিভিন্ন নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নিখিল দাস বলেন, কিছুদিনের ব্যবধানে চালের দাম ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চালের এ দাম বৃদ্ধিতে  দেশের ১ লক্ষ ১৪ হাজার কোটিপতির কিছুই যায় আসেনা। এতে করে কৃষক,শ্রমিক ও মেহনতি মানুষের সমস্যা হচ্ছে । একদিকে সরকার বলছে দেশে খাদ্য ঘাটতি নেই, খাদ্য মন্ত্রী বলছে মানুষ না খেয়ে থাকার কোন কারন নেই। অপরদিকে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রশ্ন জাগে বস্তা প্রতি চালের দাম ৩শ থেকে সাড়ে ৩শ টাকা কেন বৃদ্ধি পেয়েছে। সামনে রোজা আসছে, আর সেই রোজার সুযোগ নিচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। সরকার  টিসিবি কে পঙ্গু করে রেখেছে ফলে ব্যবসায়ী সিন্ডিকেটগুলো বিদেশ থেকে পন্য আমদানী করে নিজেদের ইচ্ছে মতো দাম নিচ্ছে। আর সরকারী লোকজন সেই লাভের ভাগ নিচ্ছে। সরকার দফায় দফায় মাংস বিক্রেতাদের সাথে বৈঠক করেও এর দাম আয়ত্ত্বে আনতে পারছে না। তাহলে সরকার করছেটা কি? দেশের শ্রমজীবী মানুষের বেঁচে থাকা নিশ্চিত করতেই নিত্য পণ্যের দাম কমাতে হবে।  তাই  আমরা সরকারের উদ্দেশ্যে শ্লোগান ধরেছি দ্রব্যমূল্যের দাম কমাও, জনগনের জান বাঁচাও।
এই বিভাগের আরো খবর