শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সিদ্ধিরগঞ্জের তাঁতখানা এলাকায়: ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: সিদ্ধিরগঞ্জের তাঁতখানা এলাকায় আলহেরা গার্মেন্টেসের ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৮ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সম্পাদক আয়নাল (৩৫ ), মোঃ শাহাদাত হোসেন শুভ ( ২৩ ) ও সুলতান মিয়া ( ৫২ ) গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে শুভর অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানাগেছে, সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি তাঁতখানা সংলগ্ন আলহেরা নামক একটি গামেন্টর্সের ওয়েস্টেজ নামানো নিয়ে বেশ কিছুদিন ধরে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই প্রেক্ষিতে গতকাল সকালের দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানাযায় দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য বিষায়ক সম্পাদক তামিম ইসলাম জয়ের পক্ষে ছাত্রলীগ নেতা সিহাব উদ্দিন রিপন সহ ৮ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সম্পাদক আয়নাল আরো কয়েক জনে মিলে ওয়েস্টেজ মালামাল নামিয়ে আসছিল আলহেরা নামক গামেন্টর্স থেকে। অপরদিকে, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আকতার এর নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অহিদ আলম, মোঃ জাকির, মান্নান, সোবহান, সহ ১০/১৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় আলহেরা নামক গামেন্টের্সের সামনে ছাত্রলীগের নেতাকর্মিদের উপর হামলা চালায়। এই ঘটনায় আয়নাল, শুভ, সহ সুলতান মিয়া নামের তিনজন গুরুতর আহত হয়। আহত আয়নাল ৮ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সম্পাদক। এদিকে আহত তিন জনকে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শাহাদাত হোসেন শুভর অবস্থা আশংকাজনক। তাই শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। ঘটনার প্রত্যক্ষদর্শিরা জানান, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের সময় এলাকার লোকজন ভীত হয়ে পরে। দ্বিগবিদিক তারা ছোটাছুটি শুরু করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে যুবলীগনেতা আকতারের নেতৃত্বে তাঁতখানা সংলগ্ন আওয়ামীলীগ অফিস ভাংচুর করে। এছাড়া বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ও অভিযোগ রয়েছে আকতার সহ যুবলীগের ওই নেতাকর্মিদের বিরুদ্ধে। এদিকে এই ঘটনার সত্যতা প্রকাশ করে সিদ্ধিরগঞ্জ থানার দারোগা সামছুল আলম জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে উভয় পক্ষই থানায় গিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
এই বিভাগের আরো খবর