শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

‘প্রধানমন্ত্রী দ্রুত ত্বকী হত্যার বিচারের নির্দেশ দিন’: মেয়র আইভি

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭   আপডেট: ৪ মার্চ ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: ত্বকী হত্যার বিচারের দাবীতে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ত্বকীকে কারা কোথায় হত্যা করেছে এটা আইন-শৃঙ্খলা বাহিনী জানে। শুধুমাত্র নির্দেশের জন্য অপেক্ষা। মাননীয় প্রধানমন্ত্রী আপনি দ্রুত এ নির্দেশ দিন। কে হত্যা করেছে তা সবাই জানে কিন্তু বিচার হচ্ছে না সারাদেশে এমন আর একটিও উদাহরন নেই। তিনি বলেন, ত্বকী হত্যাকান্ডের বিচারের দাবীতে যে আন্দোলন হয়েছে সে আন্দোলন মানুষকে ভয়মুক্ত করেছে। ফলে মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে গডফাদারের বিরুদ্ধে এখন প্রকাশ্যে কথা বলে যা চার বছর আগে বলতে পারতো না। আমি আশা করি এ হত্যার বিচার খুব দ্রুত হবে। সরকারিভাবে না হলে প্রাকৃতিকভাবেই হবে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর দেওভোগস্থ নারায়ণগঞ্জ চারুকলা ইনষ্টিটিউটে ত্বকী হত্যার চতুর্থ বার্ষিকী স্মরনে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেয়র আইভী এসব কথা বলেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ত্বকী মঞ্চের সদস্য সচীব ও কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ চারুকলার অধ্যক্ষ শামসুল আলম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সাধারন সম্পাদক ধীমান সাহা জুয়েল। নাট্য ব্যাক্তিত্ব মামুনুর রশিদ বলেন, আমরা জানি বিচার কারো দ্বারা প্রভাবিত না। কিন্তু ত্বকী হত্যার বিষয়ে আমাদের মনে হচ্ছে সরকার বিচারকে প্রভাবিত করছে। সাড়াদেশে যেসব শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে তা বন্ধ হবে ত্বকী হত্যার বিচার হলে। আর না হলে তা আরো বৃদ্ধি পাবে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জে যে সুবাতাস বইছে দয়া করে প্রধানমন্ত্রী সে বাতাস বন্ধ করবেন না। শামীম ওসমান ও আজমীর ওসমানকে দ্রুত গ্রেফতার করে ত্বকী হত্যাকান্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করুন। সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, আমরা দেখেছি সাত খুন মামলায় চার্জশীট দেয়ার পর নূর হোসেনের কোনো বক্তব্য নেয়া হয়নি। তাই ত্বকী হত্যা মামলার চার্জশীট দেয়ার আগে আজমেরী ওসমানকে গ্রেফতার করে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হোক। তাকে জিজ্ঞেস করা হোকে কার নির্দেশে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। কেননা চার্জশীট দেয়ার পরে তখন হয়তো তার আর জবানবন্দি নেয়া হবে না। ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নগরীর পুরনো কোর্ট এলাকায় তাদের বাড়ি থেকে সূধীজন পাঠাগারের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ থাকে। ৮ মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খালে তার লাশ পাওয়া যায়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় সাড়ে তিনশ প্রতিযোগি অংশ নেয়। তিনটি বিভাগে বিশজনকে পুরস্কৃত করা হয়।
এই বিভাগের আরো খবর