শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

রূপগঞ্জে মশক নিধন করার ফগার মেশিন বিতরণ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৭   আপডেট: ১৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জের তারাব পৌর এলাকায় মশক নিধন করতে নিজস্ব অর্থায়নে ১০টি মশক নিধন ফগার মেশিন বিতরন করা হয়েছে। রোববার দুপুরে পৌর মিলনায়তনে মশক নিধন ফগার মেশিন বিতরণ করেন, যমুনা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক  গাজী গোলাম মোর্তুজা পাপ্পা। মশক নিধন যন্ত্র বিতরণ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাব পৌর মেয়র মিসেস হাসিনা গাজী। এ সময় উপস্থিত ছিলেন,তারাব পৌর  প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সচিব তাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, সহকারী  প্রকৌশলী জহিরুল ইসলাম, ফিরোজ আলম, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, হোসেন আহমেদ রাজিব, রাসেল সিকদার,নজরুল ইসলাম মফিজ, হাজী আব্দুল হামিদ,হাজী, আনোয়ার হোসেন, কাউন্সিলর ও প্যানেল মেয়র আমির হোসেন, হাজী আতিকুর রহমান, আসমা বেগম , জোসনা বেগম প্রমূখ। গোলাম মোর্তুজা পাপ্পা বলেন, মশার কামড়ে জনগণের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেছে। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে মশক নিধনের অত্যাধুনিক যন্ত্রাদি অনুদান হিসেবে দেয়া দেয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর