বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

 আইনজীবী সমিতির নেতাদের বুড়ো আঙ্গুল : লাঞ্ছিত এড.হুমায়ূন

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

যুুগের চিন্তা রিপোর্ট  : নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম নিয়ে ক্রমশ জল ঘোলা করছে খোদ বিএনপিপন্থী আইনজীবীরা। এই নিয়ে গত দুদিনের মতো বুধবারও মারামারির ঘটনা ঘটেছে আদালতপাড়ায়। বুধবার (৬ নভেম্বর) সকালে পূর্বের মারামারির জের ধরে মারধরের শিকার হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড.সরকার হুমায়ূন কবির। তিনি অভিযোগ করেছেন,  এড.বারী ভূইয়া ও তার ছেলে আদালতপাড়ার গেটের বাইরে তাকে পেয়ে লাঞ্ছিত করেছেন। তার  দাবি, গত কয়েকবছর ধরে বারী ভূইয়া বিএনপির রাজনীতিতে জড়িত নন। এমনকি সব জায়গায় বারী ভূইয়াও তাও বলে। কিন্তু আইনজীবী ফোরামের নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে বারী ভূঁইয়া তা ছিনিয়ে নেয়ার জন্য মরিয়া। তার ইন্ধনেই ও প্রত্যক্ষ অংশগ্রহণে এই কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে। 

 

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ নিয়ে তৈমূর ও কালামপন্থী আইনজীবীদরে হাতে লাঞ্ছিত হন মহানগর বিএনপির সহসভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.সাখাওয়াত হোসেন খান। এরপরদিন সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করার জেরে প্রকাশ্য আদালতে লাঞ্ছিত হন এড.বারী ভূইয়া এবং এড.আব্দুল হামিদ খান ভাষানী। এটি নিয়ে দুপক্ষই কেন্দ্রে গিয়ে নালিশ করেছেন। তবে বিএনপিপন্থী আইনজীবীদের এমন মারামারিতে আদালতপাড়ায় উত্তেজনা তৈরি হয়েছে। যে কোন মুহুর্ত্বে আরো বড় ধরণের আশঙ্কা করছেন সাধারণ আইনজীবীরা। আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং আইনশৃৃঙ্খলা বাহিনী সতর্ক করে দেয়ার পরও বিএনপিপন্থী আইনজীবীদের মারামারি অব্যাহত থাকায় আতঙ্কিত আইনজীবীরা 
 

এই বিভাগের আরো খবর