শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

রূপগঞ্জে অবৈধ ইছারমাথার ১৪ জোরা চাকা কেটে দিলো ইউএনও

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭   আপডেট: ৩০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে অবৈধ ও নিষিদ্ধ ইছারমাথা নামে ইট ও বালুবাহী গাড়ির ১৪ জোড়া চাকা কেটে দিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাউদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ ও নিষিদ্ধ ইছারমাথার এ ক্ষতি সাধন করা হয়। বাতিল করা ১৪ জোড়া চাকার দাম প্রায় ১০ লাখ টাকা। ইউএনও ফারহানা ইসলাম জানান, দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি নিষিদ্ধ ও অবৈধ ইছারামাথা নামক ইটবাহী ও বালুবাহী গাড়ি চলাচল করছে। এতে করে রাস্তাঘাট ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে, উড়ছে ধুলাবালি, নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। শুধু তাই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী ধুলাবালিতে অসুস্থ্য হয়ে পড়েছেন। এসব বিষয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগও করেন। বিকেলে দাউদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৪টি ইছারামাথা আটক করা হয়। পরে ওই ১৪টি ইছারমাথার ১৪ জোড়া বড় চাকা কেটে দেয়া হয়। উপজেলার সবকটি এলাকায় এ ধরনের অবৈধ ও নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে বলেও জানান  ইউএনও।
এই বিভাগের আরো খবর