বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

রূপগঞ্জে কোটি টাকার সরকারী সম্পত্তি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭   আপডেট: ২৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জ বানিয়াদি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)র  সরকারী জমিতে  ব্যক্তি মালিকানাধীন মার্কেট নির্মাণ করে জবরদখলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট পাউবো কর্মকর্তাকে মাসোহারা ভিত্তিক উৎকোচের বিনিময়ে ম্যনেজ করা হয়েছে। ফলে পাউবো’র জমিতে মার্কেট নির্মাণের কাজ হলেও বাঁধা দিচ্ছে না কর্তৃপক্ষ। সরেজমিন ঘুরে দেখা যায়,  রূপগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বানিয়াদি এলাকা থেকে হাটাব বারৈপাড় পর্যন্ত একটি সেচ প্রকল্পে  খাল রয়েছে। এ খালের উভয় পাশে পাউবোর নির্ধারিত একোয়ারভুক্ত বেশকিছু জমি রয়েছে। এসব জমিতে চলাচলের জন্য রাস্তা হিসেবে ব্যবহার করছে স্থানীয়রা। তবে  একই প্রকল্পের পাউবোর নির্ধারিত জমিতে  জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করছে হাটাব  বাড়ৈপার এলাকার  নুরু মিয়ার ছেলে ভুমিদস্যু আব্দুর রহমান। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাউবোর জমিতে জোরপূর্বক মার্কেট নির্মাণ করে আব্দুর রহমান ও তার সন্ত্রাসীবাহীনি  দখলে নিলেও কোন সুরাহা পাচ্ছেন না। এদিকে পাউবোর জমিতে মার্কেট নির্মাণ করায় চলাচলরত রাস্তাটি প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে পথচারী ও যানচলাচল অনুযোগী হয়ে পড়েছে এ রাস্তাটি। এতে স্থানীয়দের ক্ষোভের শেষ নেই। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। নিজের ক্রয়কৃত জমিতেই মার্কেট নির্মাণ করছেন বলে তিনি দাবি করেন। এ বিষয়ে কথা হলে পাউবোর  কর্মকর্তা (এসও) এরফান জানান, পাউবোকে ম্যানেজ করার বিষয়টি সঠিক নয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দখলদারদের একটি তালিকা করা হচ্ছে। তালিকা ধরে তাদের উচ্ছেদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর