মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিবির ক্যাডার রুহুল গ্রেফতার

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭   আপডেট: ২৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে সবুজ বাংলা মাল্টিপারপাস নামে সমিতির নামে নিরীহদের ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক ও শিবির ক্যাডার রুহুল আমিন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন বাগবেড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, গত কয়েক বছর পুর্বে শিবিরের সক্রিয় সদস্য ছিলেন রুহুল আমিন। এরপর নিজেকে তিনি যুবদল নেতা হিসেবে দাবি করে আসছে। এলাকায় শিবির ক্যাডার হিসেবেই তার পরিচিতি। বাগবেড় এলাকায় সবুজ বাংলা মাল্টিপারপাস একটি সমিতি খোলে বসেন রুহুল আমিন। ওই সমিতিতে স্থানীয় কৃষক ও নিরীহ কয়েক শতাধীক মানুষ তাদের শেষ সম্বল প্রায় ৯ কোটি টাকা গচ্ছিত রাখেন। গ্রাহকদের গচ্ছিত টাকা আতœসাত করে সমিতির চেয়ারম্যান রুহুল আমিন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলো। এছাড়া গ্রাহকরা তাদের গচ্ছিত অর্থ চাইতে গেলেই দেয়া হতো মামলা-হামলার হুমকি। স্থানীয় কৃষকরা তাদের শেষ সম্বলটুকু এ সমিতিতে গচ্ছিল রেখে এখন নিঃশ হয়ে পড়েছেন। গ্রাহকদের অর্থ আতœসাত করে রুহুল আমিন এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। রুহুল আমিনের বিরুদ্ধে প্রতারণা, গাড়ি ভাংচুর, পেট্রোল ঢেলে মানুষ পুরানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে রূপগঞ্জ থানায় একাধীক মামলা রয়েছে। নানা অনিয়মের পরও তার গড়া সবুজ বাংলা মাল্টিপারপাস থেকে নিরীহদের গচ্ছিত রাখা টাকা নিয়ে জমি ক্রয় করেছে তার নিজের নামে । স্থানীয়দের অভিযোগ, প্রতারক রুহুল আমিন এলাকায় চাঁদাবাজি ও নিরীহদের ফাঁসানোর মত জঘন্য কাজ করে আসছে। তার কুকর্মের কাছে জিন্মি হয়ে পড়েছে বাগবেরসহ ৭ গ্রামের মানুষ। সবুজ বাংলার গ্রাহক ও কর্মচারীদের ঠঁকিয়ে  তালা ঝুলানো হয়েছে তার প্রতিষ্ঠানে। ফলে রুহুলের কাছে কোন মানুষজন তার টাকা ফেরৎ চাইতে এলেও তাকে খুঁজে পাচ্ছে না তারা। মামলা দিলে টাকা ফেরৎ পাবে না এমন হুমকীর মুখে আইনি আশ্রয় নিতে হিমসিম খাচ্ছে প্রতারিত হওয়া গ্রাহকরা। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন,  দীর্ঘ দিন ধরেই প্রতারক, শিবির ক্যাডার ও প্রতারক রুহুল আমিনকে খোজে বেড়াচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। ডি/এস/এস
এই বিভাগের আরো খবর